আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ আজ
Spread the love

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশ নামছে বাঁচা-মরার লড়াইয়ে। প্রতিপক্ষ আফগানিস্তান। জয় পেলেই টিকে থাকবে সম্ভাবনা, আর হার মানেই কার্যত বিদায়ের ঘণ্টা। তাই মঙ্গলবার রাত সাড়ে আটটায় আবুধাবিতে শুরু হওয়া ম্যাচে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা।

টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান এখন অনেক এগিয়ে, আর বাংলাদেশ এখনও সংগ্রামী। ২০১৪ সালে মিরপুরে আফগানদের বিপক্ষে ৯ উইকেটের জয়ে শুরু হয়েছিল দ্বন্দ্ব, কিন্তু এরপর সময় বদলেছে। এখন মুখোমুখি ১২ ম্যাচে ৭ বার জয় আফগানদের। এমনকি গত বছর কিংসটাউনে তাদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের কষ্টও আছে লিটন দাসদের মনে। সেই বিশ্বকাপেই আফগানরা পৌঁছেছিল সেমিফাইনালে।

হংকংয়ের বিপক্ষে বড় জয় পেয়ে রানরেট বাড়িয়ে নিয়েছে আফগানিস্তান। বাংলাদেশও একই প্রতিপক্ষকে হারালেও, পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে কঠিন সমীকরণে পড়েছে। এখন শুধু আফগানদের হারালেই হবে না, শেষ ম্যাচে লঙ্কানদেরও আফগানদের হারানোর প্রার্থনা করতে হবে টাইগারদের।

তবু সব হিসাবের বাইরে সবচেয়ে বড় শর্ত—আজ আফগানিস্তানকে হারাতেই হবে। না হলে এশিয়া কাপের গ্রুপপর্ব থেকেই বিদায়ের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে। লিটনরা পারবেন কি না, সেটাই জানা যাবে আজ রাতেই।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930