
মোঃ তরিকুল ইসলাম মোল্লা, কলাপাড়া উপজেলা প্রতিনিধি বঙ্গোপসাগরে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে কুয়াকাটাসংলগ্ন উপকূলীয় সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৫ জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত পটুয়াখালীর খেপুপাড়ায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। তবে ট্রলারে থাকা চারজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপকূলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে পটুয়াখালী ও আশপাশের এলাকায় মঙ্গলবার রাত থেকে থেমে থেমে মাঝারি ও হালকা বৃষ্টিপাত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা দিনমজুররা। কুয়াকাটা পৌর এলাকা ও মহিপুরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ মাছ ধরার ট্রলার কুয়াকাটা উপকূলে নিরাপদে ফিরে এসেছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, “বঙ্গোপসাগরে কোনো দুর্ঘটনা এড়াতে মৎস্যজীবীদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।” এদিকে, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন, “সমুদ্র কিছুটা উত্তাল থাকায় আগত পর্যটকদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।” আবহাওয়ার অধিদপ্তর জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে ১৮-০৬-২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘন্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে।অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। আবহাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাক্ষরিত পোস্টে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর,ঝড় সতর্কীকরণ কেন্দ্র,আগারগাঁও, ঢাকা-১২০৭।