
মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহরের চর কমলাপুর তুষার শিকদারের ছেলে মোহাম্মদ তূর্য (২৭) কে
মাদক সোহাগ গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী আইরিন আক্তার (২৬) কে ও গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে আরো জানা গেছে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে খালেদ মাহমুদ তূর্য নামের এক ব্যক্তি ফরিদপুর শহরে ছিনতাই এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানা যায় এছাড়াও থানায় তার নামে একাধিক মামলা রয়েছে।
যে ফরিদপুর ঝিলটুলী এলাকায় ছোট একটি রুম নিয়ে মাদকের কারবারি করতো বলে জানা গেছে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ১৬ জুন মঙ্গলবার দিবাগত রাত ১২-৪০ মিনিটে ফরিদপুর ক্যাম্প হতে ঝিলটুলির খালেদ মোঃ তূর্য এর বাড়ি থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে ফরিদপুর ক্যাম্প ফরিদপুর কমান্ডার বলেন, দেশের পরিস্থিতি রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।