
নেত্রকোনা দুর্গাপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ
মোরশেদ আলম : নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বিজয়পুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার কুল্লাগড়া ইউনিয়নের মনতলা নামক স্থান থেকে এসব মদ জব্দ করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, “নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজয়পুর বিওপি’র ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১১৫১/১-এস থেকে প্রায় দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী এই অভিযান চালানো হয়।”
অভিযানে আইস ভটকা ও এসি ব্ল্যাক ব্র্যান্ডের মোট ১১০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদক দ্রব্যসমূহ পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।