
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১২ জন
মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন আরও ১২ জন। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন মহিলা রোগী রয়েছেন।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ২৪ জন। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন মহিলা রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ভর্তি আছে ৩৩ জন রোগী। তাদের মধ্যে পুরুষ ১৩ জন,মহিলা ১৪ জন এবং শিশু ৬ জন।
চলতি বছরের শুরু থেকে শনিবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪৪ জনে।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন।
ভিউ: ১৩০