
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ জামাত আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ জুন (বুধবার) মাগরিববাদ অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও ২৫ জন বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণে সুধী সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আমির বিল্লাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা আমির বিলাল হোসেন, সদর থানা সেক্রেটারি গোলাম রসুল, জেলা কর্মপরিষদের সদস্য আব্দুর রউফ, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, সদর বায়তুল মাল সম্পাদক সানোয়ার হোসেন, শংকরচন্দ্র ইউনিয়ন আমির আছির উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন আমির খবির হোসেন, সরোজগঞ্জ মসজিদের খতিব আব্দুল জলিল হাওলাদার, মাসুম বিল্লাহ, মামুন হাওলাদার ও মহাসিন প্রমুখ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকেও অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সদর থানা শিবির সভাপতি নাছিম উদ্দিন বিশ্বাস এবং শংকরচন্দ্র ইউনিয়ন শাখার সভাপতি শিশির আলী। অনুষ্ঠানে বক্তারা ঈদের আনন্দকে সমমনা মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে ইসলামী মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।