
খন্দকার শাহ আলম মন্টুঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাবেক ছাত্রদের এক আবেগঘন পরিবেশে হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৮ সালের এস এস সি ব্যাচের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় বন্ধু ও সহযোদ্ধাদের সঙ্গে একত্রিত এ সুযোগ যেন ফিরিয়ে এনেছে পুরোনো দিনের অসংখ্য স্মৃতি। গত সোমবার (০৯-জুন) দিন ব্যাপি হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তবে এখানে অধিক ব্যাস্ততা এবং ব্যাবসায়িক, চাকুরির কর্ম উপেক্ষা করে পৌছানোর চেয়ে, আসল আনন্দ ছিলো একসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অনুভূতিতে। দীর্ঘদিন পর সকল বন্ধু উপস্থিত হয়ে একে অপরকে দেখে অনেকেই আবেগ আপ্লূত হয়ে পরে। এ সময় একে অপরের খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন।
এ সময় স্মৃতিচারণা করেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক শরিয়ত উল্লাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নাজমুল হুদা নূর, বিশিষ্ট ব্যবসয়ী জাহিদুর রহমান টিটু, বিশিষ্ট ব্যবসায়ী সবুর উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, ডি জি এম আজাহার আলী, প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, প্রভাষক তসলিম উদ্দিন, সাবেক সেনা কর্মকর্তা নাসির উদ্দীন সহ প্রায় ৮৫ জন উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানের মধ্যে ছিল র্যালি, গান, কবিতা, রেফেল ড্র, স্মৃতিচারণ ইত্যাদি।