আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত মোঃ মনোয়ার ইসলাম সন্টু গ্রেফতার
Spread the love

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত মোঃ মনোয়ার ইসলাম সন্টু (৪৬) গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১১ জুন ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) এস.এম নিয়ামুল হক ও সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত এই বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোঃ মনোয়ার ইসলাম সন্টু, পিতা- মৃত নুরুল ইসলাম, মাতা- মোছাঃ ছকিনা খাতুন, সাং- দলিয়ারপুর, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা। তিনি আলমডাঙ্গা থানার দুটি গুরুত্বপূর্ণ মামলার এজাহারনামীয় এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রকাশিত আসামী। ১। আলমডাঙ্গা থানার মামলা নং-১০, তারিখ- ০৭/০৬/২০২৫, ধারা- ৩৯৯/৪০২ দণ্ডবিধি।
২। আলমডাঙ্গা থানার মামলা নং-১, তারিখ- ০১/০৩/২০২৫, ধারা- ৩৯৫/৩৯৭ দণ্ডবিধি।

এর আগে, একই মামলায় গ্রেফতারকৃত মোঃ মিলন হোসেন (৩৪) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মনোয়ার ইসলাম সন্টুর নাম প্রকাশ করে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সন্টুর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-৬৩, তারিখ- ২৯/০৪/২০১৯, ধারা- ১৯(a) ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।

আটককৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশের এই সফল অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031