তারুণ্য সমন্বয়কের দায়িত্ব পেলেন আশরাফ জালাল খান মনন — যুবদল নেতৃবৃন্দের শুভেচ্ছা ও প্রত্যাশা
Spread the love

ফাতেমা আক্তার মাহমুদা ইভা :সাবেক যুবদলের কেন্দ্রীয় নেতা এডভোকেট আশরাফ জালাল খান মননকে তারুণ্য সমন্বয়কের দায়িত্ব প্রদান করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। ১৮ই মে ২০২৫, রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ারে আশরাফ জালাল খান মননের সাথে সাক্ষাৎ করেন স্টাফ রিপোর্টার ফাতেমা আক্তার মাহমুদা ইভা। এসময় নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মনন বলেন, “দল যখন যাকে যোগ্য মনে করে, তখন তাকে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন দায়িত্ব দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেসব দায়িত্ব দিয়েছেন, তা আমরা সর্বোচ্চ চেষ্টা করে পালন করেছি। নেতৃত্ব অর্জনের জন্য দায়িত্বশীলতা ও আন্তরিকতা অপরিহার্য।” তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন দাদা আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, আমি ঈমানের সঙ্গে তা পালনের প্রতিশ্রুতি দিচ্ছি। তরুণদের ভোটের অধিকার ফিরিয়ে আনা পর্যন্ত আমরা রাজপথে থাকব।” এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা এম এ ফয়েজ বলেন, “আসছে ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের সমাবেশ’ সফল করতে বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যেই এই দায়িত্ব প্রদান করা হয়েছে। আশরাফ জালাল খান মনন এই দায়িত্বে সফল হবেন বলেই আমরা বিশ্বাস করি।” এ উপলক্ষে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সভাপতি খন্দকার মো. সাদ্দাম হোসেন, সদস্য সচিব ফজলে রাব্বি মহিউদ্দিন, শাহীন, আইন কলেজের নেত্রী ইভা, নেত্রী স্মৃতি, তিন্নি ও আরও অনেক নেতা-কর্মীরা। সবাই আশরাফ জালাল খান মননকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান এবং তার নেতৃত্বে আসন্ন তারুণ্য সমাবেশ সফল হবে বলে আশা প্রকাশ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930