অলৌকিক আগুনে আতঙ্কে চুয়াডাঙ্গা! মাস্টারের ঘরে হঠাৎ হঠাৎ জ্বলছে আগুন
Spread the love

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাপাড়ার আখতারুজ্জামান আকুল মাস্টারের বাড়িতে ঘটছে একের পর এক অলৌকিক ঘটনা। বিদ্যুৎ নেই, গ্যাস সংযোগ নেই—তবুও হঠাৎ হঠাৎ ঘরের বিভিন্ন জায়গায় দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। ঘরের আসবাবপত্র, খাট, এমনকি পানির ট্যাপ ও ঝর্ণাতেও লাগছে আগুন! দেড় মাস ধরে পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ তারা জানে না কখন, কোন জায়গা থেকে আগুন আবার ছড়িয়ে পড়বে।

আকুল মাস্টারের ভাই জানান, “শুরুতে ভেবেছিলাম বিদ্যুৎ থেকে শর্টসার্কিট হচ্ছে। কিন্তু বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার ডেকে এনে ঘরের সমস্ত তার পাল্টালাম, নতুন মিটার লাগালাম, এমনকি লাইনই পুরোপুরি বিচ্ছিন্ন করে দিলাম। কিন্তু এরপরও থামছে না আগুন লাগার ঘটনা। মাঝে মাঝে ট্যাপের পানিতে, কখনো ফ্রিজ বা ফ্যানেও আগুন ধরে যাচ্ছে!” সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন জানা যায়, আগুন ছড়িয়েছে পাশের একটি ভাড়া বাড়িতেও, যেখানে কিছুদিনের জন্য অবস্থান করেছিলেন আখতারুজ্জামান আকুল মাস্টার। সেখানেও তার ব্যবহৃত আসবাবপত্রে আগুন লেগেছিল, অথচ অন্য কারো কিছু হয়নি। কিছুদিন আগে তার স্ত্রীর পরনে থাকা শাড়িতেও আগুন ধরে যায়। এলাকাবাসী বলছেন, এটি যেন এক অভিশপ্ত পরিস্থিতি। কেউ বলছেন ভৌতিক প্রভাব, কেউ বলছেন অজানা কোনো বিজ্ঞানভিত্তিক ঘটনা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই ঘটনা দেখে আমাদের মনে হচ্ছে, এটি স্বাভাবিক নয়। আকুল মাস্টারের পরিবারের ওপর কোনো অলৌকিক বা অশরীরী শক্তির প্রভাব রয়েছে।” আলমডাঙ্গা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন ওসি মাসুদুর রহমান পিপিএম। তবে তিনি জানান, “ঘটনাস্থলে গিয়ে কোনো স্পষ্ট আলামত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।” এদিকে আকুল মাস্টারের পরিবার চরম আতঙ্কে দিন পার করছে। তারা জানেন না কখন আবার কোথা থেকে আগুন লাগবে। দিনরাত প্রহর গুনছে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায়। এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, এই অলৌকিক আগুনের রহস্য উদঘাটন করে আকুল মাস্টারের পরিবারকে একটি নিরাপদ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করতে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930