ভূমিহীনদের বন্দোবস্ত বাতিলেন ষড়যন্ত্র, প্রতিবাদে সংবাদ সম্মেলন
Spread the love

ভূমিহীনদের বন্দোবস্ত বাতিল ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশায় সংবাদ সম্মেলন করেছে অসহায় ভুক্তভোগীরা। শনিবার (১৭ মে) সকাল ১১ টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সুনই ছোট কান্দার বন্দোবস্তপ্রাপ্ত পরিবারের লোকজন। লিখিত বক্তব পাঠ করে বলেন, পাইকুরাটি ইউনিয়নের সুনই মৌজার ১নং খতিয়ানে ৯৩ নং দাগে প্রায় ২৫ বছর আগে ওই দাগের একটি অংশ স্থানীয় কয়েকজন ভূমিহীনের নামে বন্দোবস্ত দেওয়া হয়। বন্দোবস্ত পাওয়ার পর থেকে ওই জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু সুনই গ্রামের সাহেব আলীর ছেলে সোনা মিয়া, মৃত আলী আমজাদের ছেলে শরীফুল আহমেদ মামুন ও মৃত আলী উসমানের ছেলে নূরুল হকসহ কয়েকজন বাধা সৃষ্টি করে। প্রভাবশালীরা প্রশাসনের মাধ্যমে চলতি বছরের শুরুতে ভূমিহীনদের বোরো চাষাবাদে বাধা দেওয়ায় জমি গুলো পতিত থাকে। জমি গুলো চাষাবাদ করা হলে এখান থেকে প্রায় ৩ হাজার মণ ধান উৎপাদিত হত। তারা আরো বলেন, সুনই গ্রামের সৈরত আলীর ছেলে বিপুল রানা, নায়েব আলীর ছেলে রুবেল মাস্টার, আলী উসমানের ছেলে আলী আহম্মদ ও আইনাল হকসহ অন্তত ১০জন প্রভাবশালী ব্যক্তি ওই দাগে হিজল বাগানসহ অবৈধ দখলে আছে। অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়েছিল। কিন্তু অবৈধ দখলদারদের উচ্ছেদ বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে ভূমিহীনদের বোরো চাষাবাদ বন্ধ রাখা হয়। সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলেন, আমরা যেন এমন হয়রানি শিকার না হই সেজন্য অসাধু চক্রের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, বন্দোবস্ত বাতিল কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে, সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930