নোয়াখালীতে একলাসপুর দরগাহে উদযাপিত হচ্ছে ৫০তম বাৎসরিক ওরস শরীফ
Spread the love

১৩, ১৪ ও ১৫ এপ্রিল তিন দিন ব্যাপী বাৎসরিক ওরস শরীফে ওলিয়ে কামেল হাফেজ মহিউদ্দিন একলাসপুরী রহ.) এর রওজা শরীফে গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। ওরসকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে অগণত ভক্ত অনুসারীরা একলাসপুর দরগাহে উপস্থিত হয়েছেন। বাৎসরিক ওরস শরীফে আলোচনা, ওয়াজ, মিলাদ, কেয়াম, সামা কাওয়ালী পরিবেশন সহ ব্যাপক কর্মসূচির গ্রহণ করা হয়েছে। মাজার শরিফ পরিচালনা কমিটির সহ সভাপতি মোরশেদুল আমিন ফায়সল সাংবাদিকদের বলেন, একলাসপুর মাজারে ৫০তম ওরস শরীফে ভক্তদের গাড়ী পার্কিং, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা, আলোকসজ্জা করা, তোবারক বিতরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাজার শরিফ পরিচালনা কমিটির আহবায়ক বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুর রহমানের পক্ষে আগত ভক্তদের নিরাপত্তা প্রদান ও ওরস শরীফ উদযাপন করতে সকল প্রকার প্রশাসনিক সহযোগিতা নিশ্চিতসহ নানা প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930