কালীগঞ্জে পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছেন ছাত্রদল
Spread the love

মোঃ মুক্তাদির হোসেন : কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা উপলক্ষে অভিভাবকদের জন্য পানির বোতল, খাবার স্যালাইন সরবরাহ এবং ছায়ার মাঝে বসার ব্যবস্থা করেছেন ছাত্রদল। কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও দুর্বাটি কামিল মাদ্রাসায় পানি ও স্যালাইন বিতরণ করছেন কালীগঞ্জ পৌর শাখা ও সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল মঙ্গলবার থেকে পরীক্ষা শেষ দিন পর্যন্ত এই কর্মসূচি পালন করে যাবেন বলে ছাত্রদলের নেতৃবৃন্দরা জানান।
এছাড়া তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসা ও ঔষধদের ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের প্রয়োজনে কলম, স্কেল ও পেন্সিলের ব্যবস্থা করা হচ্ছে। এমন সুন্দর ব্যবস্থা করায় ছাত্রদলের নেতৃবৃন্দদের প্রশংসা করেন অভিভাবকবৃন্দ। কয়েকজন অভিভাবক জানান, পরীক্ষা কেন্দ্রে এসে অভিভাবকদের তীব্র গরম সহ্য করতে হয়। ছায়ার মধ্যে বসার জায়গা খুঁজতে হয়। এই সময় ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন ছাত্রদল। তারা পানি ও স্যালাইন বিতরণ করছেন। পাশাপাশি ছায়ায় বসার জন্য শামিয়ানার ব্যবস্থা করেছেন। আসলে বিষয়টি প্রশংসার দাবিদার।
সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব হিমেল খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলনের সার্বিক সহযোগিতায় ছাত্রদল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এমন কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচি পরীক্ষার শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক লাব্বি হাসান লাভু, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার আহবায়ক হাসিবুল হাসান শান্ত, যুগ্ম আহবায়ক রাসিদুল ইসলাম জীবন, শ্রমিক কলেজ শাখার ছাত্রনেতা প্রত্যয়, রাকিব, সাদিম, শাওন, হাম্মাত, চয়ন ও আরাফাত।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930