
শফিকুল ইসলাম আলিফ : লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ইং ১৪/০৪/২০২৫ ইং তারিখ রাত্রী ১০:০০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়নের শিবরাম বামনটারী মৌজাস্থ শ্রী স্বপন কুমার (৩০), পিতা-শ্রী প্রফুল্ল এর বসত বাড়ির ভিতরে মোট ৪.৫ কেজি গাঁজা সহ ১. মোঃ রাসেল মিয়া (২০), পিতা-মোঃ এন্তাজ আলী, সাং- মালগাড়া বামনটারী, ২। মোঃ মনির হোসেন (২০), পিতা- মোঃ মানিক মিয়াঁ, সাং- শিবরাম, ৩। তপন কুমার (২৫), পিতা- উরফুল্ল, সাং- শিবরাম বামনটারী ৪। মোঃ আবুল হোসেন (২৪), পিতা- মৃত শুকুর আলী, পালক পিতা- মোঃ বাচ্চা মিয়াঁ, সাং- খান্ডের চওড়া, সকলের থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট তাদেরকে আটক করা হয়। ধৃত আসামীদের ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার তরিকুল ইসলাম লালমনিরহাট বাসীর উদ্দেশ্যে জানান, মাদককে না বলুন মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।