
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। ১৫ এপ্রিল (সোমবার) রাত সাড়ে তিনটার দিকে দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. তোরগুল হাসান সোহাগ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ।
গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন—ইকরামুল হক (৪২), আব্দুল আলিম (৩০) ও ডালিম (৩৫)। তাঁদের কাছ থেকে মোট ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট মাদকবিরোধী অভিযানে অংশ নিচ্ছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।