
মোঃ মুনাইম হোসেন : জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর( বায়োলিড) মাটি শোধন করে, ফলন বৃদ্ধির সেরা সমাধান। মঙ্গলবার বিকাল চার টার সময় ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর( বায়োলিড) এর বিষয় নিয়ে মাঠ পরিদর্শন ও কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন, ডাঃ মোঃ মাহবুব রহমান, তিনি বলেন বায়োলিড এমনই একটি প্রডাক্ট যার কোন সাইডিফেক্ট নাই
আর আমি নিজেই একজন কৃষক আমি আমার ধানে বায়োলিড ব্যবহার করেছি এটার খুব ভালো কাজ করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম মনোয়ার হোসেন হিমেল, পরিচালক ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ ইয়াসিন আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা জীবননগর। মোঃ নজরুল ইসলাম, এরিয়া ম্যানেজার অনুষ্ঠান পরিচালনা করেন : মোঃ শিমুল হোসেন, সেলস অফিসার জীবননগর টেরিটরি ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোম্পানির জীবননগর ডিলার, মোঃ জুলফিকার হোসেন।