ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহ’ত্যার প্রতিবাদে বিএনপি’র মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ : ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নাচোলে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৪ এপ্রিল) বিকেলে নাচোল সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে শুরু হওয়া মানববন্ধনটি শহর প্রদক্ষিণ করে নাচোল বাসস্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশ অংশ নেন ও বক্তব্য রাখেন আব্দুস সালাম তুহিন সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা ও মনোনয়ন প্রত্যাশী চাঁপাইনবাবগঞ্জ -২ আসন আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আবু তাহের খোকন সাধারণ সম্পাদক নাচোল উপজেলা বিএনপি  তন্ময় আহমেদ যুগ্ন আহবায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দল,মোহাম্মদ শাজাহান আলী প্রস্তাবিত কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাচোল উপজেলা শাখা, মানিরুল ইসলাম যুবনেতা নাচোল উপজেলা বিএনপি,আসগার হোসেন রোমিও সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স, তানভীর মাহমুদ যুগ্ন আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল ও নাচোল উপজেলা শাখা ছাত্রদলের নেতা কর্মীসহ বিএনপি ও যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। ছাত্রদলের ও বিএনপির নাচোল উপজেলার সর্বস্তরের নেতারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘ফিলিস্তিনের শিশু হত্যার বিচার চাই, (ইসরায়েলি সন্ত্রাসী হামলা- বন্ধ করো, করতে হবে’ সহ, নানা স্লোগান দেন এবং ফিলিস্তিনিদের জন্য দোয়া মোনাজাত করেন I সমাবেশে বক্তারা বলেন; “ফিলিস্তিনে নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে এই হত্যা ও নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরও বলেন, মুসলিম উম্মাহর উচিত এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে, তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল ক্ষোভ, বেদনা ও সহমর্মিতার ছাপ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930