
অদ্যই ১৪ এপ্রিল/২৫ইং সোমবার বৈকাল ৩.৩০ ঘটিকায় পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামী উদ্যোগে বড়পুকুরিয়া বালিকা দাখিল মাদরাসার প্রাঙ্গণে কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুসুম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ ওমর ফারুক সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যমত সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি উপজেলার জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সুজাউল করিম, পাঁজবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, কুসুম্বাা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ ওমর ফারুক সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।