
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ একটি বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি লাটাহাম্বা গাড়ি উদ্ধার করেছে। এসময় আন্তঃজেলা চোরচক্রের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী মো. শুকুর আলী (৪৭), পেশায় একজন লাটাহাম্বা চালক। তিনি আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর বাবুপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর একমাত্র জীবিকার উৎস ছিল নিজ মালিকানাধীন লাটাহাম্বা গাড়ি, যার বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। গত ২৬ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ২৭ ফেব্রুয়ারি ভোর ৫টার মধ্যে কোনো এক সময় তাঁর বাড়ির উঠান থেকে গাড়িটি চুরি হয়ে যায়।
ঘটনার পর শুকুর আলী আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এজাহারের ভিত্তিতে থানায় ১২ এপ্রিল একটি চুরি মামলা রুজু হয় (মামলা নং-২২, ধারা ৩৭৯ পেনাল কোড)।
মামলার তদন্তে আলমডাঙ্গা থানা পুলিশ তৎপরতা শুরু করে। থানা পুলিশের ওসি মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) আলমগীর কবীর এবং মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল ১২ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মো. মানিক হোসেন (২৩), সাং- আসাননগর,
২. মো. আলী কদর (২৩), সাং- বেলগাছি,
৩. মো. মিলন মিয়া (২৫), সাং- বেলগাছি,
৪. মো. শাকিল হোসেন (২৪), সাং- সরোজগঞ্জ,
৫. মো. সাগর (২৩), সাং- সড়াতলা,
গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রথম তিনজন আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা, অপর দুজন যথাক্রমে চুয়াডাঙ্গা সদর ও ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার বাসিন্দা।
অভিযানকালে চুরি যাওয়া লাটাহাম্বা গাড়িটিও উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিল।
আলমডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।