তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহফুজ আলমের সাক্ষাৎ
Spread the love

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একেনসির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। শনিবার তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম ২০২৫’-এর ফাঁকে এই সাক্ষাৎ হয়। সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, সংস্কৃতি ও যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। তুর্কি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্ক সব সময় পাশে থাকবে।” তিনি বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহও প্রকাশ করেন। মাহফুজ আলম বলেন, “বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের সম্পর্ক দীর্ঘদিনের। তুরস্কের বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “উভয় দেশের সরকারের সদিচ্ছা থাকলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে।” সাক্ষাতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। দুই পক্ষই আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে একে অপরকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930