
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ২ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের নগদ ১০,১০০ টাকা এবং একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামে মাদ্রাসার সামনে পাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মোঃ সাগর আহম্মেদ (৩২), পিতা- মোঃ আজিজুল হক, সাং- ইব্রাহীমপুর, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মোঃ মোরশেদ আলী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জব্দ করা হয় মাদকদ্রব্য, নগদ অর্থ ও ব্যবহৃত মোটরসাইকেল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(ক) ধারায় মামলা (নং-২১, তারিখ-১২/০৪/২০২৫) রুজু করা হয়েছে। ওসি মাসুদুর রহমান বলেন, “মাদক নির্মূল ও অপরাধ দমনে আলমডাঙ্গা থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। জনগণের সহযোগিতা থাকলে এলাকা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।”তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করছে। এর ফলে থানায় সাধারণ মানুষের আস্থা ফিরেছে এবং অপরাধ প্রবণতা কমেছে। সাম্প্রতিক সময়ে আলমডাঙ্গা থানার একাধিক সফল অভিযানে মাদক ও অপরাধ দমনসহ সামাজিক স্থিতিশীলতা বজায় রাখায় স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন ওসি মাসুদুর রহমান।