
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে আজ ১২ এপ্রিল ২০২৫ খ্রিঃ সকাল ৮টায় মাঠ পর্যায়ের তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে শুরু হওয়া তৃতীয় দিনের কার্যক্রমে Physical Endurance Test (PET) এর ৫ম ইভেন্ট ১৬০০ মিটার দৌড়, ৬ষ্ঠ ইভেন্ট ড্র্যাগিং (পুরুষদের জন্য ১৫০ পাউন্ড ও নারীদের জন্য ১১০ পাউন্ড টায়ার নির্দিষ্ট দূরত্বে টানা) এবং ৭ম ইভেন্ট রোপ ক্লাইম্বিং (পুরুষদের জন্য ১২ ফুট, নারীদের জন্য ৮ ফুট) অনুষ্ঠিত হয়। শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন। PET কার্যক্রম শেষে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ও নিয়োগ বোর্ডের সভাপতি নিয়োগপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। যোগ্য প্রার্থীরাই নিয়োগ পাবেন। তিনি প্রার্থীদের প্রতারক বা দালাল চক্র থেকে সাবধান থাকার পরামর্শ দেন। লিখিত পরীক্ষা আগামী ৫ মে ২০২৫ খ্রিঃ সকাল ১০টায় সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হবে। সফলভাবে তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের সদস্য ও নিয়োগ ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের ধন্যবাদ জানানো হয়।