
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি ২০০ গ্রাম ওজনের তিনটি গাঁজার গাছসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) সুকান্ত দাস ও তিয়রবিলা পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ এপ্রিল রাত ৩টা ৫ মিনিটের দিকে খাসকররা ইউনিয়নের তালুককররা গ্রামের ভাটইদারের মাঠে অভিযান চালিয়ে মোঃ টিপু সুলতান (৩৫), পিতা-মৃত হারুন অর রশিদ, সাং-তালুককররা, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃত টিপু সুলতানের দখলে থাকা বেগুন ক্ষেতে তিনটি গাঁজার গাছ পাওয়া যায়, যার মোট ওজন ১২ কেজি ২০০ গ্রাম। ঘটনাস্থলেই জব্দ তালিকা মূলে গাঁজার গাছগুলো জব্দ করা হয়। গ্রেফতারকৃত টিপু সুলতানের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মামলা (মামলা নম্বর-২০, তারিখ-১২/০৪/২০২৫) দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।