
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে এক বিশাল গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় ডাউকি হাই স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, “ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচারভিত্তিক শাসনব্যবস্থা কায়েমের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই।” ডাউকি ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব সভাপতি মুকুল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদের সদস্য আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসেন টিপু, জেলা আইন বিষয়ক সম্পাদক ও নাদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মোঃ মামুন রেজা, উপজেলা যুব সভাপতি তরিকুল ইসলাম, ইউনিয়ন আমীর মোঃ সজিবুর রহমান সজিব এবং ১ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মোঃ আরিফুল ইসলাম। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, অনৈতিকতা ও দুর্নীতির বিপরীতে ইসলামী নেতৃত্বই পারে একমাত্র কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে। ইসলামী আন্দোলন শুধু রাজনীতি নয়, এটি একটি সামাজিক ও নৈতিক বিপ্লবের নাম।” পরে নেতাকর্মীরা স্থানীয় জনগণের মধ্যে লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।