
মোঃ জাহিদ হোসেন : বরিশালের হিজলা উপজেলায় জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন হিজলা উপজেলা প্রশাসন। গত 26 শে মার্চ বুধবার উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয় থেকে প্রশাসনের পক্ষে এ ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার। ঈদের দিন সকালে উপজেলার বড়জালিয়া ইউনিয়নে নিহত আতিকুর রহমান, মোঃ সাহিন, মোঃ রিয়াজ এর পরিবারের বাড়ি গিয়ে খোঁজ খবর নেন হিজলা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার। এ সময় উপস্থিত ছিলেন হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা অনিক বিশ্বাস , হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ , উপজেলা প্রকৌশলী সুকদেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ আরও অনেকে। হিজলা উপজেলার মানবিক নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার ঈদের দিন সকালে জুলাই আগস্ট নিহত বিপ্লবী শহীদ পরিবারের খোঁজখবর নেন ও তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং প্রশাসনের পক্ষ ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন।