
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী মিনি বেগম মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার হয়েছেন।
থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) শীতল বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের রাইস মিলের সামনে পাঁকা রাস্তা থেকে মিনি বেগমকে গ্রেফতার করে।
৩১ মার্চ ২০২৫, রাত ১১:৩৫ টার দিকে তাকে ৪০ পিস মাদকদ্রব্য (Tapentadol Tablets) এবং মাদক বিক্রয়ের নগদ ৩,৯৫০ টাকা সহ হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত মিনি বেগমের বাড়ি আলমডাঙ্গা স্টেশনপাড়ায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ১ এপ্রিল ২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা (নং- ০১) দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মিনি বেগমের বিরুদ্ধে আগেও ১২টি মাদকের, ১টি চুরির এবং ১টি মানিলন্ডারিং মামলা রয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, “আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”