লাবীব গ্রুপের চেয়ারম্যানের মানবিক উদ্যোগ ঈদ উপহার পেল ১২ হাজার পরিবার
Spread the love

গৌরাঙ্গ বিশ্বাস : দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠান লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাশেল সিআইপি তার মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় এবারও ঈদ উপলক্ষে টাঙ্গাইলের শখিপুর ও বাসাইল উপজেলার প্রায় ১০-১২ হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তিনি ২৫ বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করছেন। ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবার পেয়েছে দুই কেজি চাল, এক কেজি তৈল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট লাচ্ছি, এক প্যাকেট দুধ ও এক কেজি চিনি। সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত লাবীব গ্রুপ শুধু শিল্প ও ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান দেশের সোয়েটার, ডাইং, টেক্সটাইল, ব্যাংকিং, লিজ ফাইন্যান্স, ইলেকট্রনিক্স, আইটি, পোলট্রি, ফিশারিজ ও কৃষিখাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। চেয়ারম্যানের বক্তব্য সালাউদ্দিন আলমগীর রাশেল বলেন আমি দীর্ঘ ২৫ বছর ধরে অসহায় মানুষের পাশে আছি। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, এই সম্পদের মাঝে দরিদ্র মানুষেরও হক রয়েছে। আমি এই মানুষগুলোর পাশে থেকে সহযোগিতা করে আনন্দ পাই, শান্তি পাই। শখিপুরের মাটি ও মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন লাবীব গ্রুপ দেশের শিল্প ও ব্যবসার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি তারা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উন্নয়ন ও সামাজিক কল্যাণে লাবীব গ্রুপের এই ভূমিকা সত্যিই প্রশংসনীয়। উপকৃতরা কী বলছেন উপহারপ্রাপ্ত পরিবারগুলোর সদস্যরা বলেন আমরা প্রতি বছর লাবীব গ্রুপের পক্ষ থেকে এই উপহার পাই। আমাদের জন্য এটি অনেক বড় সহায়তা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ করে দিয়েছেন চেয়ারম্যান সাহেব। এ ধরনের সামাজিক উদ্যোগ শুধু দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটায় না, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাবীব গ্রুপের এই মানবিক প্রচেষ্টা সমাজের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930