
পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে তবলছড়ি যুব সমাজের উদ্যোগে ইসরাইল ও তার সহযোগী পণ্য বয়কটের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ ২০২৫) সকাল ৮:৩০ মিনিটে তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে তবলছড়ি যুব সমাজের সদস্য ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মীয় ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মানববন্ধনে বক্তারা ইসরাইলের দখলদারিত্ব, ফিলিস্তিনি জনগণের ওপর চলমান নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অব্যাহত দমননীতির প্রতিবাদে শুধু মৌখিক নিন্দা জানানো যথেষ্ট নয়, বরং ইসরাইলি পণ্য ও তাদের সহযোগী কোম্পানির পণ্য বর্জন করা সময়ের দাবি। বক্তারা মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।বক্তারা জনগণকে ইসরাইলি পণ্য এবং ইসরাইলকে আর্থিকভাবে সহায়তা করে এমন আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর পণ্য ব্যবহারে বিরত থাকার অনুরোধ জানান। একই সঙ্গে দেশীয় ও বিকল্প পণ্য ব্যবহারের প্রতি গুরুত্ব দেন।মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য শান্তি ও ন্যায়বিচারের কামনা করা হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।