পূর্বধলায় ঈদগাহ মাঠে মুসল্লীদের বিক্ষোভ  
Spread the love

নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ে স্টেশন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে ঈদগাহ মাঠে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই নিয়ে উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।

ঈদের নামাজ ও খুতবা শেষে হট্টগোল সৃষ্টি হয় পরবর্তীতে মুসল্লিগণ দোয়া পড়া ছাড়াই ঈদগা মাঠ ত্যাগ করেন।এই ঘটনায় পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম মো. ইসলাম উদ্দিন অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়।

এই নিয়ে উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।

ঈদের মাঠ তৈরি হওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত প্রায় ৩০ বছর ধরে এই ঈদগাহে মাঠে নামাজ পড়িয়ে আসছেন স্টেশন জামে মসজিদের ঈমাম মো. ইসলাম উদ্দিন। ঈদগাহ মাঠে ঈদের জামাত মসজিদের ইমাম না পড়িয়ে অন্য একজন ইমাম দিয়ে নামাজ পড়ানো হলে নামাজ শেষে হাজারো মুসল্লীগণের মধ্যে উত্তেজনা শুরু হয়।

সাধারণ মুসল্লীগণ জানান, পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদে ৪৯ বছর ধরে নামাজ পড়াচ্ছেন ইমাম মো. ইসলাম উদ্দিন। তিনি নিয়মিত ঈদের নামাজ পড়ান এখন হঠাৎ করে ইমাম সাহেবকে কমিটির লোকজন ইমামতি করতে না দেয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কি ভাবে ঈদগাহ মাঠের কমিটি করেছে কিভাবে এই ধরনের আত্মঘাতিক সিদ্ধান্ত নিয়েছে এর জবাব তাদেরকে দিতেই হবে।

এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাম সাহেবকে দেখতে আসেন এবং উপস্থিত সকলের কাছে উনার জন্য দোয়া চেয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930