
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা কেন্দ্রীয় উপজেলা দারুস সালাম ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
৩১ মার্চ, সোমবার সকাল ৮টা ৫ মিনিটে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন মৌলানা ইব্রাহিম খলিল মুজাহিদ। তিনি প্রায় ৬,০০০ মুসল্লির ইমামতি করেন। নামাজ শেষে দেশ-বিদেশের মুসলমানদের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে গাজার মুসলিমদের জন্য দোয়া করা হয়।
নামাজ শেষে পাঁচজন হাফেজকে পাগড়ি প্রদান করেন মাওলানা ইব্রাহিম করিম মোজাহিদ।
নামাজে দারুস সালাম ঈদগাহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী হাসানসহ স্থানীয় রাজনীতিবিদ, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
নামাজের পর মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন। ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল।