
মিন্টু হাসান : শেষ রোজায় মাগুরা গন অধিকার পরিষদ ইফতার ও দোয়া মাহফিল করলো।রবিবার ৩০ শে মার্চ মাগুরা জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে মাগুরা শহরস্থ ভায়না ফাতেমা কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই ইফতার মাহফিলে মাগুরা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ বরকত উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সেক্রেটারি মোঃ রাশেদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন। এছাড়া মাগুরা জেলা গণঅধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি মোহাম্মদ রাশেদ খান তার বক্তব্যে বলেন দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছে এবং বাক স্বাধীনতা ফিরে পেয়েছে দলমত নির্বিশেষে সবাই মিলিত হতে পারছে এ যেন এক মিলন মেলা।তিনি আরো বলেন ২৪ এর স্বাধীনতা অর্জিত হয়েছে রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষ আহত হয়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করা হয়েছে এই স্বাধীনতার অর্জন ধরে রাখতে হলে আমাদের একত্রিত হয়ে দেশের পক্ষে কাজ করতে হবে দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম করে কোটা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে সংঘটিত হয় বাংলাদেশ গণঅধিকার পরিষদ। এই রাজনৈতিক দলটি বাংলার গণ মানুষের মনি কোঠায় স্থান করে নিয়েছে তাই আমরা দেশের মানুষের পক্ষে কাজ করতে চাই একসাথে মিলেমিশে থাকতে চাই ফ্যাসিবাদের অপশক্তি যেন পুনরায় আবার বাংলার মাটিতে আধিপত্য বিস্তার না করতে পারে সেজন্য সবাইকে সজাক থাকতে হবে।