
মোঃ রমজান হোসেন : প্রতি বছরের ন্যায় এবারও হেল্পলাইন হ্যালো নওগাঁ” নামে স্বেচ্ছাসেবী সংগঠন অসহায়দের মাঝে রোজায় এবং ঈদে খাদ্য বিতরণ এবং আর্থিক অনুদান প্রদান করে। রোজা শুরুতে কয়েকজন অসহায় ব্যক্তি কে সেহেরি ও ইফতারের জন্য খাদ্য প্রদান করা হয়, এই বিষয়টি ডিবিসি নিউজে আসলেন একজন অসহায় ব্যক্তির পুরো দ্বায়িত্ব নিতে চান দুজন সম্মানিত ধনাঢ্য ব্যক্তি। এর কিছুদিন আগে “হেল্পলাইন হ্যালো নওগাঁ” নামে স্বেচ্ছাসেবী সংগঠন একজন অসহায় ব্যক্তি কে হুইলচেয়ার প্রদান করলে বিষয়টি একটি নিউজে আসে এবং এতে ওই পরিবারটিকে একজন ধনাঢ্য ব্যক্তি একটি ভ্যানগাড়ি অনুদান করেন। এই রোজায় ১৩ ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয় নয়জনকে ১০ হাজার আর বাকি কয়েকজনকে পাঁচ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়। আজ নওগাঁ জেলার প্রায় ৮০ টি অসহায় দুঃস্থ অসুস্থ পরিবারের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এতে প্রায় নওগাঁ জেলার ২০ গ্রামে ও নওগাঁ জেলা সদরে এই পরিবারগুলোকে প্রতিবছরের মত আতব চাল,তেল,মুরগী সেমাই,চিনি,দুধ,মুড়ি উপহার দেয়া হয়। এর মধ্যে দুইজন অসুস্থ ব্যক্তিকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং যারা আগামী ঈদের পরেই অপারেশন এর মাধ্যমে তারা সুস্থ হবে বলে আমরা আশাবাদী। সংগঠনের সাধারণ পরিষদের সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মোঃ রেনাউল হক বলেন, এলাকার অর্থাভাবে কোন ব্যাক্তি যেন না খেয়ে থাকে, অর্থাভাবে ছাত্ররা ঝড়ে না পড়ে অর্থাভাবে যেন চিকিৎসা না পায় এরকম যেন না হয়।
সংগঠনের সম্মানিত সভাপতি জনাব একে সাজু বলেছেন এবারের ঈদে যত অনুরোধ এসেছে সবগুলোই আমরা সাধ্যমত পূরণ করার চেষ্টা করেছি, কাউকেই ফিরিয়ে দেওয়া হয় নাই এই ঈদে সবচেয়ে বড় প্রাপ্তি। সম্মানিত সহ-সভাপতি জনাব চপল বলেন যে এই প্রথম এই সংগঠনের সাথে বিশাল আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে এবং কাজগুলো করার মধ্যে যে আনন্দ সেটা আমাকে বেশ নাড়া দিয়েছে।
অর্থ সম্পাদক জনাব আনছার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সম্মানিত সংগঠনের সকল সদস্য এই রোজা এবং ঈদে এতগুলো কর্মযজ্ঞ একসাথে চালিয়ে যেতে পেরেছি এটা আমাদের অনেকদূর নিয়ে যাবে এবং যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।