
মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ময়ামারী মধ্যেটোলা যুব সমাজের উদ্যোগে ৬২০ জনের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।রবিবার (২৯ মার্চ) বিকেল ৫টায় ইফতার মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম (বাবু) আরও দায়িত্ব নিয়ে কাজ করেন মোঃ মেসবাহুল হক রনি, আরও উপস্থিত ছিলেন তানভীর আহমেদ তনি, কমল,সনি আকরাম ডন,আলমাস আলী (আলম) ,কিয়ামুল ইসলাম, আঃ করিম, কামিরুল ইসলাম, ইসতিয়াক আহমেদ সহ ময়ামারী মধ্যেটোলা যুব সমাজের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মেজবাহুল হক ( রনি) বলেন, যে আমরা যেন প্রতিবছর এ ধরনের ইফতার মাহফিলের আয়োজন করতে পারি ও আজকের মত করে মায়ামারী মধ্যটোলা যুব সমাজের মাঝে ইফতার বিতরন করা করে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। পরিশেষে ময়ামারী মধ্যেটোলা যুব সমাজের সকলের প্রতি দোয়া ও মঙ্গল কামনা করছি।
ভিউ: ৯৯