
সাকিব আহসান : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কাপড়-মার্কেেট ( ঢাকাইয়াপট্টি) মোহাম্মদীয়া মার্কেটের এক দোকানে স্ত্রীর জন্য থ্রি পিস কিনতে এসে দাম শুনে ফিরে গেছেন সবুজ আহমেদ। দোকানে এসে দাম জানতে চাইলে বিক্রেতা তাকে বলেন, সব তিনের (তিন হাজার) উপরে; তিনের নিচে কিছু নাই। এরপর স্ত্রীকে নিয়ে অন্য দোকানের দিকে চলে যান সবুজ। বেসরকারি এ চাকরিজীবী বলেন, সম্প্রতি বিয়ে করেছেন তিনি; স্ত্রীকে ঈদের পোশাক কিনে দেওয়ার জন্য মার্কেটে ঘুরছেন তিনি। তবে দামে মিলছে না। রবিবার পীরগঞ্জের কাপড়- মার্কেট ঘুরে দেখা গেছে ভিড় অনেকটাই বেশি। এর মধ্যে কিছু দোকানে আবার বিক্রেতারা অলস সময় পাড় করছিলেন। এই চিত্র প্রায় সব দোকানেই। তিন-চারগুণ দাম হাকিয়ে বিক্রি করা হচ্ছে কাপড় ও প্রসাধনী সামগ্রী। অপদিকে নকল প্রসাধনী সমাগ্রী বিক্রি হওয়ার অভিযোগও এসেছে কয়েকজন ভুক্তভোগী ত্রেতার কাছ থেকে। অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে বিসমিল্লাহ কসমেটিকস এর স্বত্বাধিকারী বলেন,”আমরা ডিলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসি,প্রোডাক্টের গায়ে যে মূল্য লেখা থাকে, এর বেশি আমরা কখনোই নিই না।”