
ওমর ফারুক আহম্মদ : নেত্রকোনার বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান গত কাল uno Barhatta netrokona ফেইসবুকে একটি পোস্ট করে প্রশংসায় ভাসছে। বিগত সময় এমন ব্যতিক্রমী উদ্যোগ কেউ নেয় নি। তিনি তার পোস্টে এই ঈদে যারা কোন সরকারি সুবিধা পায়নি (প্রকৃত দরিদ্র) তাদের কে সরাসরি উপজেলায় এসে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে যারাই যোগাযোগ করেছে তাদের কে বিভিন্ন ভাবে সহযোগিতা করা হয়েছে আবার কারও কারও নাম লিস্ট করা হয়েছে। গুমুরিয়া গ্রামের রহিমা আক্তার বলেন, আমি এই খবর শুনে রবিবারে উপজেলায় গিয়েছিলাম আমাকে একটি কাপড় দিয়েছে। আমার সাথে আমার প্রতিবেশী মদিনা আক্তার ছিলো তাকেও একটি কাপড় দিয়েছে। আমার জীবনে উপজেলা থেকে খবর দিয়ে মালামাল দিতে দেখিনি।বারহাট্টা উপজেলার বিভিন্ন মানুষ ইউএনও বারহাট্টার কমেন্ট বক্সে ধন্যবাদ জানাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার পোস্ট টি হুবহু তুলে ধরা হলো।(আপনার আশেপাশে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবার ঈদ উপলক্ষে এখন পর্যন্ত কোন সহায়তা পায়নি এরকম কেউ থাকে, তবে ইনবক্সে তাদের তথ্য দিন।(প্রকৃত দরিদ্র)উপজেলা হতে সহযোগিতা করা হবে) এই পোস্ট দেখে গতকালই প্রায় ৩০ জনের নাম লিস্ট করা হয়েছে। আজকে হয়তো আরও কিছু নাম যুক্ত হবে বলে জানিয়েছে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান। তাদেরকে কি কি সহযোগিতা করা হবে জানতে চাইলে তিনি বলেন, প্রকৃত দরিদ্রদের ২০ কেজি চাল ও কাপড় দিয়ে সহযোগিতা করা হবে। যাদের নাম বাকি আছে সেগুলো লিস্ট করে আজকেই সহযোগিতা করা হবে।