
চুয়াডাঙ্গা-১ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনয়নপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল অসুস্থ সাংবাদিক মীর রোকনুজ্জামানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন। আজ ৩০ মার্চ শনিবার বিকেল ৪টায় আলমডাঙ্গার আনন্দধাম এলাকার আক্কাস টাওয়ারে এই সহায়তা প্রদান করা হয়।
উক্ত সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা এবং চুয়াডাঙ্গা জেলার সাবেক ছাত্র শিবির সভাপতি গোলাম ছড়ার মুজাহিদ। আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের বাসিন্দা মীর রোকনুজ্জামান (জব্বার) বর্তমানে দুরারোগ্য ক্রোনস ডিজিজে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় আছেন। তিনি একসময় আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সংবাদপত্রের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার কাজ করে এসেছেন।
তার পরিবার এখন চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে। বাবা-মাকে আগেই হারিয়েছেন, পাশে রয়েছেন শুধু স্ত্রী ও একমাত্র সন্তান। তার উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হলেও পরিবারের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ জামায়াত ইসলামী অসুস্থ মীর রোকনুজ্জামানের সহায়তায় এগিয়ে এসেছে। এ সময় জামায়াত নেতারা বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে আমরা অসুস্থ সাংবাদিকের পাশে দাঁড়িয়েছি। সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তিদের উচিত এমন অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা।”
উল্লেখ্য, মীর রোকনুজ্জামানের চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন রয়েছে। যারা সাহায্য করতে চান, তারা নিম্নোক্ত বিকাশ নম্বরে অর্থ সহায়তা পাঠাতে পারেন:📌 সহযোগিতা পাঠানোর বিকাশ নাম্বার: +880 1746-888434 এই মানবিক প্রচেষ্টার মাধ্যমে একজন সংগ্রামী মানুষের জীবন রক্ষায় আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ দরকার। আসুন, আমরা সকলে এই অসহায় সাংবাদিকের পাশে দাঁড়াই এবং মানবতার জয় নিশ্চিত করি।