সুনামগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তিতে ইফতার ও দোয়া মাহফিল
Spread the love

তৌফিকুর রহমান তাহের : বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে দি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকায় তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সুনামগঞ্জে এতিম খানার শিক্ষকসহ শতাধিক এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮মার্চ)বিকেলে কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুক্তরাজ্যে বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান মুজিবের সৌজন্যে প্রথমে সুনামগঞ্জ সরকারী শিশু পরিবার বালিকা এতিম খানায় ইফাতর বিতরণ শেষে সন্ধ্যায় শহরের পানসী রেস্টরেন্টে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড. মাসুক আলমের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এড.আব্দুল হক,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল,সদস্য আকবর আলী,এ্যাডভোকেট শেরেনুর আলী,সদস্য রেজাউল হক,আবুল কালাম আজাদ,নজরুল ইসলাম,মনাজ্জির হোসেন,পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ,প্রথম যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম,সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলুসহ জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদলসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,পবিত্র মাহে রমজান আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য সিয়াম,সাধনা আত্মশুদ্ধি ও বন্দেগির মাস। এই মাসে আমরা সবাই সারাদিন রোজা রেখে নিজেদের ছোটখাটো গুনা মাফ চেয়ে আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করি। তিনি আরো বলেন সময় কালক্ষেপন না করে আগামী ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনগনের নির্বাচিত প্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তরের জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবী জানান। পাশাপাশি আমাদের দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তার দ্রæুত সুস্থতা কামনা করতে দেশবাসির নিকট আহবান জানান। পরে দলীয় নেত্রী খালেদা জিয়ার সুস্থতাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930