
এমরান হোসেন সোহাগ : লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সাবেক সংসদ সদস্য মরহুম নাজিম উদ্দীন আহমেদ এর আত্মার মাগফেরাত কামনায় বিশাল ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। এসময় করপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে ও লক্ষিপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার হামিদ (তারেক) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষিপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভিপি আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভার সাবেক সভাপতি রফিক পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, ৮নং করপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব সপ্তু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,করপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য কাউসার হামিদ, রাইজিং ফুটবল একাডেমি লক্ষিপুর এর সহ-সভাপতি সাংবাদিক মনির হোসেন বাবুল, জাফর আহম্মেদ, হারুন মেম্বার, সোহাগ হোসেন, আবদুল মান্নান, আনিস আহম্মেদ রামগঞ্জ পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল এর বাহার হোসেন (বাবু),উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ, যুবদল নেতা বাবুল, মহসিন, ছলেমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য কালে বলেন দির্ঘ বছর পর আমরা স্বাধীন ভাবে দলীয় ভাবে ইফতার মাহফিল এর আয়োজন করতে পেরেছি যার জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি।বক্তব্য কালে আরো বলেন মহান স্বাধীনতার ঘোষক ছিলেন একমাত্র জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না।