
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়নপ্রত্যাশী শরিফুজ্জামান শরীফ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও সংহতির বার্তা বয়ে আনে। এই পবিত্র দিনে আমি চুয়াডাঙ্গা জেলার সকল নাগরিক, নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ আমাদের সকলের জীবন শান্তিময় ও সমৃদ্ধ করুন।” তিনি আরও বলেন, “বর্তমান সময় রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আছি। বিএনপির নেতা-কর্মীরা যেন ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এটাই আমার প্রত্যাশা।” শরিফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। তিনি নেতা-কর্মীদের ধৈর্য ধরে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার আহ্বান জানান।