
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যদের ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার প্রদান করেছেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। আজ ২৯ মার্চ ২০২৫, দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে পুলিশ সদস্যরা আনন্দিত হন এবং এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। অনেক প্রবীণ সদস্য জানান, দীর্ঘ কর্মজীবনে এরকম সরাসরি ঈদ উপহার আগে কখনো পাননি। একজন সদস্য বলেন, “আমাদের পুলিশ সুপার স্যারের কাছ থেকে এভাবে ঈদের উপহার পাওয়া সত্যিই আনন্দের। এটি আমাদের আত্মবিশ্বাস ও মনোবল আরও বাড়িয়ে দেবে।”
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, “পুলিশ সদস্যরা বছরের পর বছর ঈদের দিনও জনগণের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন। তারা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, তাই আমার ব্যক্তিগত উদ্যোগে এই উপহার প্রদান করেছি।”
ঈদ উপহার পেয়ে পুলিশ সদস্যদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে, যা তাদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে।