
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা || ২৯ মার্চ ২০২৫ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলমডাঙ্গার উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আজ শনিবার বিকাল ৪টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাজী মোড়ে অবস্থিত লায়লা কনভেনশন হলে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ও বর্তমান মিলিয়ে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো কনভেনশন হল উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবির সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রবিউল হক স্বপন, সুপ্রীম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন রানা, অ্যাডভোকেট ইকবাল হোসেন মুকুল, যুগ্ম কর কমিশনার আবেদ রেজওয়ান তুষার, ইবির সহযোগী অধ্যাপক ড. মোমিনুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ইকরামুল হক, রূপালী ব্যাংকের এজিএম আবুল কালাম আজাদ ও আব্দুল খালেক। ইফতার মাহফিলের সঞ্চালনা করেন নওলামারি আলিম মাদ্রাসার প্রভাষক শাহিন শাহিদ। এ মহতী আয়োজনের অন্যতম সংগঠক ছিলেন ববি হায়দার, শেখ জুয়েল ও ইকরামুল কবির। এই আয়োজন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে জানান উপস্থিত অতিথিরা।