
আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশন এর আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের নিয়ে ব্যাতিক্রমি এক ঈদ উৎসব ‘অনুষ্ঠিত হয়েছে।উৎসব এ উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা শিশুরা অংশগ্রহণ করে।উৎসবে ছিল শিশুদের জন্য নতুন ঈদের কাপড় উপহার,মেহেদী উৎসব, খেলাধুলা সহ আরো আয়োজন। স্বপ্নঘর ফাউন্ডেশন এর আলমডাঙ্গা শাখার পরিচালক বিশিষ্ট সাংবাদিক রহমান মুকুল এর সভাপতিত্বে এ আয়োজনে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা মো আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মেহেদী ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উই ফর অল ঢাকার পরিচালক মো আব্দুর রাজ্জাক রাজু,স্বপ্নঘর ফাউন্ডেশন পরিচালক ডা সামিনা আক্তার তন্বী, উই ফর অল আলমডাঙ্গা শাখার পরিচালক সাজ্জাদ হোসেন। শিশু উৎসবে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খ শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খ হামিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন এইচ শাওন, সাংবাদিক তানভীর সোহেল,এস এফ টিভির চেয়ারম্যান মো সন্জু আহমেদ,আলমডাঙ্গা ব্লগ এর পরিচালক মো রিপন।উৎসবে মো সিফাত ও খন্দকার আলিফ এর নেতৃত্বে আসমাউল হুসনা অনিতা,নূসরাত মীম,সামিয়া,রত্না সহ একদল স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।উৎসব এ স্পন্সর হিসাবে ছিল আল নূর ফাউন্ডেশন। উল্লেখ উই ফর অল ২০১১ সাল থেকে পথশিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের নিয়ে সারাদেশে কাজ কর আসছে।তারই ধারাবাহিকতায় ২০১৬ সাল থেকে আলমডাঙ্গা শাখার কার্যক্রম শুরু হয়।