কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এর ২০২৫-২০২৬ দ্বি বার্ষিক কমিটি গঠন
Spread the love

এইচ এম এরশাদ : বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত এর ২০২৫-২০২৬ দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। ১০ মার্চ সোমবার আল রাই পৌরসভার হলে অ্যাসোসিয়েশন এর সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। পুরাতন কমিটি বিলুপ্ত করে সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন কে দায়িত্ব দেওয়া হয়ে ছিলো। মঈন সুমন দায়িত্ব নেওয়ার পরে সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে সবার সমর্থনে নতুন কমিটি গঠন করেন। সে সময় নির্বাচনের প্রসঙ্গ তুললে কমিটির নেতৃবৃন্দ ওপেন সমর্থনের মাধ্যমে জাহাঙ্গীর খান পলাশ কে পুনরায় সভাপতি পদে রাখার দাবী তুলেন। এর বিপরিতে অন্য কেউ নিজ থেকে সভাপতি পদে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষনা না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবার সমর্থনে জাহাঙ্গীর খান পলাশ সভাপতির দায়িত্ব পান। সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন, শহিদ ইসলাম, কাসাদুল তিন জনের নাম প্রস্তাবনায় আসলেও সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে মোয়াজ্জেম হোসেন পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পায়। এছাড়া আনোয়ার কালাম সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। আগামী ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির প্রধান হিসেবে মনির হোসেন, সহকারী আবুল হাসেম, টিমেরগুলোর টেকনিক্যাল প্রধান হিসেবে মোস্তাফিজ এবং সহকারী হিসেবে ইসমাইল হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সরওয়ার্দী (সারোয়ার), বাণিজ্যিক ব্যবস্থাপক গাজী, কোষাধ্যক্ষ হিসেবে কাসাদুল কে দায়িত্ব দিয়ে কমিটির আংশিক ঘোষনা করা হয়। নব কমিটির সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, নির্বাহী কমিটির প্রধান মনির হোসেন, মোহাম্মদ সরওয়ার্দী , সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কে পূর্ণাঙ্গ কমিটির গঠনের দায়িত্ব দিয়ে নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে অব্যহতি নেন সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতে প্রবাসী বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের মিলন মেলা। যেখানে অসংখ্য প্রবাসী বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের অসংখ্য টিম রয়েছে যারা কুয়েতের মাটিতে দেশের সুনাম বয়ে এনে চলেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930