
- গোলাম মুকতাদির বিশেষ প্রতিনিধি: ১৭ ফেব্রুয়ারি রাত ১১.৪৫ মিনিটে পৌরসভা মোড়ে তিন তলা বিশিষ্ট বিল্ডিং এর তিনতলায় চুয়াডাঙ্গা জেলা শাখার অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়। অফিসটি উদ্বোধন করেন আমিরে মজলিস আল্লামা মামুনুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আতাউল্লাহ আমিনি। চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা সোয়েব আহমদ ও চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মাওলানা জুবায়ের খান সহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা মামুনুল কর্মীদের উদ্দেশ্যে বলেন যে আমরা অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকবো এবং প্রচলিত রাজনীতি থেকে আমরা দূরে থাকবো। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য শুধুমাত্র রাজনীতি নয় রাজনীতিটা আমাদের একটি অংশ মাত্র। পরিশেষে দোয়ার মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়। দোয়া পরিচালনা করেন আল্লামা মামুনুল হক । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী জোবায়ের খান।
ভিউ: ১১৫