আলমডাঙ্গায় জামায়াতের ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত
Spread the love

১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টার সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার এক নম্বর ভাংবাড়িয়া ইউনিয়নের হাট বোয়ালিয়া বাজার প্রাঙ্গণে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন শাখার আমীর জনাব ডা. নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মাজলিসে শুরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমীর মো. রুহুল আমিন। নেতারা বলেন, জামায়াত একটি মজলুম সংগঠন এ দলকে ধ্বংস করতে আওয়ামী লীগ এমন কোন নির্যাতন নেই যে করেন নাই,এ দলের কর্মী ও নেতাদের ওপর চালায়াছে স্টিমরোলার। আজ এই সংগঠনটি এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে আগামী নির্বাচনে মাধ্যমে সারাদেশ সহ বিশেষ করে চুয়াডাঙ্গা ১ আসনের মানুষের সামনে মেধা যোগ্যতা ভালোবাসার প্রতিশ্রুতি দেখাবে বাংলাদেশ জামায়াতে ইসলাম, এবং চুয়াডাঙ্গা ১আসনের চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করার প্রত্যয় নিয়েই চলতে হবে আমাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী এ্যাড. আসাদুজ্জামান,  জেলা সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল জেলা সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন জেলা যুব বিভাগের সভাপতি জনাব নুর মোহাম্মদ হুসাইন, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুসসালাম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সেক্রেটারী কাইয়ুম উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর  শফিউল আলম বকুল, গাংনী আসমানখালি সাংগঠনিক থানা শাখার আমীর আব্বাস উদ্দীন। আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মামুন রেজা, হারদী ইউনিয়ন জামায়াতের আমীর মাও. গিয়াস উদ্দিন, বারাদি ইউনিয়ন জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম,  খাদিমপুর ইউনিয়ন জামায়াতের আমীর জনাব মোস্তাফিজুর রহমান, ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রাইতাল হক সহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ। পরিচালনায় ছিলেন জি, এ সাংগঠনিক থানা শাখার সেক্রেটারী কামরুল হাসান সোহেল।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031