নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর পরিদর্শন এসে উন্নয়নের প্রতিশ্রুতি আশ্বাস দিলেন।
Spread the love

ফাতেমা আক্তার মাহমুদা ইভা ; নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ আইন কলেজ পরিদর্শন করেছেন ১২ ফেব্রুয়ারি বুধবার৷ ২০২৫ সালে বিকেলে শহরের মিশনপাড়ায় অবস্থিত কলেজটি পরিদর্শন করেন তিনি। এসময় দেশের প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর পরিস্থিতি দেখে তিনি কলেজ উন্নয়নের আশ্বাস দেন। এর আগে প্রথম পর্বে সকাল ১২ টায় কলেজ প্রিন্সিপাল সাক্ষয়াৎ হোসেন ভূঁইয়া ও অধ্যক্ষদের সঙ্গে ছাত্রছাত্রীরা কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের দুরাবস্থার কথা উল্লেখ করেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম আহবায়ক কমিটি সভাপতি খন্দকার মো: সাদ্দাম হোসেন ,, সদস্য সচিব ফজলে রাব্বি মহিউদ্দিন, যুগ্ম ্সদস্য শাহিন। শিক্ষার্থীরা কলেজের উন্নয়নে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। এসময় শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কলেজ পরিদর্শনের জন্য অনুরোধ জানান। জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীদের মধ্যে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের প্রধান সদস্য এবং নারায়ণগঞ্জ আইন কলেজের ২০২২ ব্যাচ পরীক্ষার্থী ছাত্রী ফাতেমা আক্তার মাহমুদা ইভা এবং জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের প্রধান সদস্য কলেজের পরিবেশের সমস্যাগুলো চার বছরের অভিজ্ঞতা বক্তব্যে তুলে ধরেন , এ সময় উপস্থিত ছিল বালাদের জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের তৃতীয় সদস্য স্মৃতি , ২৩ ব্যাচ চতুর্থ সদস্য তিন্নি, ২৩ ব্যাচ মুন্না,, এনায়েত, ২৪ ব্যাচ মনিরুল, ২৪ ব্যাচ মৌম, ছাত্র প্রমূখ্য বিন্দু ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কলেজে বিকেলে পরিদর্শনে আসেন। কলেজ প্রাঙ্গণে যাবার পর কলেজের অধ্যক্ ও শিক্ষার্থী এবং জাতীয়বাদী ছাত্র ফোরামের প্রথম সদস্য ফাতেমা আক্তার মাহমুদা ইভা, লিজা, স্মৃতি, তিন্নি জেলা প্রশাসককে ফুল দিয়ে বরন করেন। পরে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক কলেজের ভবন, শ্রেণিকক্ষ ও কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখেন। দেশের প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর অবস্থা দেখে জেলা প্রশাসক হতাশা প্রকাশ করেন।কলেজের শ্রেণিকক্ষ পরিদর্শনের সময় কলেজের শিক্ষার্থীদের জেলা প্রশাসকের কাছে কলেজের জমি হস্তান্তর, কলেজের নতুন ভবন নির্মান, নানান দাবি জানান। এ সময় জেলা প্রশাসক কলেজ উন্নয়নে যাবতীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে কলেজে ডিপ টিউবওয়েল স্থাপন ও শৌচাগার নির্মাণের ঘোষণা দেন। আইন কলেজ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী, সহকারী কমিশনার তামশিদ ইরাম, কলেজের অধ্যক্ষ এড. মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আইন কলেজের প্রভাষক (ভারপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ) এড. মো. সালাহ্ উদ্দীন ভূঁইয়া সবুজ, এড. আবু রায়হান, এড. মিনহাজুল ইসলাম ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. রাসেল প্রধান ও মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনসহ প্রশাসনের কর্মকর্তাসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031