
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযান। ১৪০ (একশত চল্লিশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার, ১জন গ্রেফতার।গতকাল বেলা ২ টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ গোলাম হোসেন, সঙ্গীয় ফোর্সসহ ঘোলদাড়ী পুলিশ ক্যাম্প এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামী নাগদাহ দক্ষিনপাড়া গ্রামের জবেদ আলী মন্ডলের ছেলে, মোঃ আশরাফুল ইসলাম(৪৬)কে আলমডাঙ্গা থানাধীন কুটিপাইকপাড়া গ্রামস্থ জনৈক মোঃ পিন্টু মিয়া পিনু এর সার-কিটনাশক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ১৪০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ও হারদী ইউনিয়নের লক্ষীপুর বটতলা মোড়ে জনৈক মোঃ মারফত আলী এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তা উপর হতে ওসমানপুর খন্দকারপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে আসামী ১। মোঃ টিপু সুলতান(৪২)কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতারহাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলমত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, ২০১৮ ধারামতে মামলা রুজু করা হয়েছে।গতকালই তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।