
তৌহিদ : ২০২৪ সালে ফ্যাসিষ্ট হাসিনা সরকার ও আওয়ামী গুন্ডা বাহিনী কর্তৃক নির্বিচারে গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবীতে মাগুরা শহরে বিক্ষোভ সমাবেশ করেছে মাগুরা জেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকেরা।
বুধবার ৫ ফেব্রুয়ারী সকাল ১১ টায় মাগুরা জেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন,ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে দেশের মানুষ সঠিক ভাবে বিচার পেতো না।কিন্তু ৫ ই আগষ্টের পর আমরা ভেবেছিলাম এখন সকলেই সঠিক বিচার পাবে।অথচ ৬ মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত ৫ আগষ্টে গণহত্যাকারীদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। তাই আজ সারাদেশের ন্যায় মাগুরার সমাবেশ থেকে আমাদের দাবী স্বল্প সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচারের আওতায় এনে সটিক ভাবে বিচার করা।
ভিউ: ৯৪