গাজীপুরে জিএমপি কমিশনারের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান
Spread the love

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জিএমপি কমিশনারের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে মাননীয় পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান-এর সঙ্গে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য রেজাউল ইসলাম-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৭ দফা সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থা শক্তিশালীকরণ, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং থানায় থাকা লোপাট জনসম্পত্তি উদ্ধারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুসম্বলিত স্মারকলিপি কমিশনারের নিকট হস্তান্তর করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনে চলমান সংকট নিরসনে ছাত্রশিবিরের পক্ষ থেকে তুলে ধরা বিভিন্ন সুপারিশ গ্রহণ করে মাননীয় পুলিশ কমিশনার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার সভাপতি ইকবাল কবিরসহ ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।

মতবিনিময় শেষে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ২০২৫ নববর্ষের প্রকাশনা উপহার হিসেবে প্রদান করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728