আলমডাঙ্গায় দিনে দুপুরে অভিনব কায়দায় চুরি
Spread the love

 আলমডাঙ্গা শহরের হাই রোডস্থ ওসমানিয়া সুপার মার্কেটের সামনে দিনে দুপুরে অভিনব কায়দায় চুরি সংঘটিত হয়েছে।  আনুমানিক বেলা ১১ঃ০০ টায় এই চুরি হয়েছে বলে জানা যায়। হাইরোডস্থ ব্যবসায়ী সুবোধ পালের গোডাউন থেকে বস্তা বস্তা ডাল ও মসলা স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভ্যানে বোঝায় করা হচ্ছিল। পণ্যবাহী ভ্যানে মাল বোঝাইয়ের জন্য শ্রমিকরা বারবার আসা-যাওয়া করছিল। গোডাউনে ও ভ্যান প্রধান সড়কে এবং আশপাশের দোকানে লোকজন চলাচলেও ছিল স্বাভাবিক।এরই মধ্যে পরিবেশক সুবোধ পালের কর্মচারীরা পন্য পরিবেশনের জন্য রওনা দেওয়ার সময় ডালের বস্তা ও মালামালের কমতি দেখে পুনরায় বস্তা গুনে বুঝতে পারেন মালামাল কম আছে। পার্শ্ববর্তী সানমুন টেলিকমের সিসিটিভি ফুটেজ চেক করলে বোঝা যায় আশপাশের ঘুরতে থাকা একজন অপরিচিত ব্যক্তি এক বস্তা ডাল সহ চুরির মালামাল নিয়ে চলে যাচ্ছে, স্বাভাবিকভাবেই। কিন্তু তাকে দেখে কেউ বুঝতেই পারলো না যে, সে চুরি করে সটকে যাচ্ছে। এ বিষয়টি আশপাশের ব্যবসায়ীরা জানতে পেরে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। প্রকাশ্য জনসম্মুখে এ ধরনের অভিনব কায়দায় চুরি ও সাহসের ধৃষ্টতা প্রশাসনের কর্মকাণ্ড দিকে আঙ্গুলিপাত করে বলে অনেকে মন্তব্য করেন। এ বিষয়ে জানতে চাইলে সানমুন টেলিকমের মালিক ও আলমডাঙ্গা বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন বলেন এর আগেও পাশের দোকান সূর্যমুখী স্টোর ও আলমিরা স্টোরে কয়েকবার প্রকাশ্য দিবালোকে এ ধরনের চুরি সংগঠিত হলেও তার কোন সুরাহা হয়নি। প্রশাসনের অনিহার কারণে এ ধরনের ধৃষ্টতার বারবার পুনরাবৃত্তি হচ্ছে বলে মন্তব্য করেন।
কুষ্টিয়ার বাসিন্দা সুবোধ পাল আলমডাঙ্গায় দীর্ঘ ১৫ বছর গোডাউন নিয়ে পরিবেশক হিসাবে বিভিন্ন প্রকার ডাল ও মসলার ব্যবসা করে আসলেও এ ধরনের ঘটনা এবারই প্রথম ঘটেছে বলে জানা যায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728